
গত ২৪ ঘন্টায় ১১৮৭৬ টি নমুনা পরীক্ষা ভিত্তিতে শনাক্ত হয়েছে দুই হাজার ছয় শত পচানব্বই ( ২৬৯৫) জন ।
এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে পঞ্চান্ন হাজার একশত তেপান্ন (৫৫,১৫৩) জন
শনাক্তের হার ২১ দশমিক চার তিন শতাংশ ।
গত ২৪ ঘন্টায় মৃত্যু বরন করেছেন সাইত্রিশ (৩৭) জন ।
এবং এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরন করেছেন সাত শত ছেচল্লিশ (৭৪৬) জন । শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক তিন আট শতাংশ ।
আজ মোট ৫০ টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হয়েছে ।
গত ২৪ ঘন্টায় ৫২ টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে পনেরো হাজার একশ তিন (১৫,১০৩) টী
এর মধ্যে গত ২৪ ঘন্টায় বার হাজার পাচ শত দশ (১২,৫১০) টি নমুনা পরীক্ষা হয়েছে ।
এবং এ পর্যন্ত সর্বমোট তিন লক্ষ পয়তাল্লিশ হাজার পাচশত তিরাশি ( ৩,৪৫,৫৮৩) টি নমুনা পরীক্ষা করা হয়েছে ।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এগারো হাজার পাচ শত নব্বই ( ১১,৫৯০) জন ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭৪ শতাংশ ।
মৃত্য লিংজ্ঞ বিশ্লেষন ঃ
গত ২৪ ঘন্টায় যে ৩৭ জন মৃত্যু বরন করেছেন তাদের মধ্যে পুরুষ ৩০ জন মহিলা ৭ জন
মৃত্যু বয়স বিশ্লেষন
২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন
৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৫ জন
৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন
৫১ থেকে ৬০ বছরে মাঝে ৮ জন
৬১ থেকে ৭০ বছরের মাঝে ১১ জন
৭১ থেকে ৮০ বছরের মাঝে ৪ জন
বিভাগ ভিত্তিক বিশ্লেষন
ঢাকায় ২৮ জন
চট্টগ্রামে ৮ জন
খুলনা বিভাগে ২ জন
রাজশাহী বিভাগে ১ জন
রংপুর বিভাগে ১ জন
গত ২৪ ঘন্টায় নতুন ভাবে আইসোলেশনে ভর্তি হয়েছেন ৩৯১ জন এবং ছাড় পেয়েছেন ১২৬ জন
বর্তমানে আইসোলেশনে আছেন ৫৭৯৪ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩০১৬ জন
মোট আইসোলেশন সয্যা আছে ১৩২৮৪ টী ঢাকা মহানগরীতে আছে ৭২৫০ টি ঢাকা সিটির বাইরে আছে ৬০৩৪ টি আইসোলেশন সয্যা রয়েছে ।
এ সকল হাস্পাতালে আই সি ইউ রয়েছে ৩৯৯ টি এবং ডায়ালায়সিস ইউনিট আছে ৩১২ টি
কোয়ারেন্টাইন ঃ
গত ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইনে ভর্তি হয়েছেন ২৯৪৭ জন এবং ছাড় পেয়েছেন ৩০৪২ জন
এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইন ২,৮৫,১৭২ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন মোট ২,২৪,৯৯১ জন
হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৬০,১৮১ জন
ব্যক্তিগত সুরক্ষা সামগ্রি (পিপিই) ঃ
মোট সংগ্রিহিত ২৪,৭০,০০২ টি
গত ২৪ ঘন্টায় বিতরন করা হয়েছে ৫৮৫৯ টী
এ পর্যন্ত মোট ২১,১০,৩৯৩ টি পিপিই বিতরন করা হয়েছে
বর্তমানে ৩,৫৯,৬০৯ টি মজুদ আছে ।
হট লাইন স্বাস্থ্য সেবা ঃ
গত ২৪ ঘন্টায় ১,৮৯,৮৩৩ জনকে হট লাইনের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে ।
এবং এ পর্যন্ত মোট ৮৭,১৯,৯৯২ জনকে ফোনের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে ।
উল্লেখ থাকে যে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ লাখ ৮২ হাজার ৪১২ জন। এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ৬৪ লাখ ৮৫ হাজার ৫৭১ জনের শরীরে।
0 Comments