
করোনার কারণে চলতি বছর শীক্ষার্থীদের মাঝে দেখা যাবে না আগের বছর গুলোর মতো রেজাল্ট হাতে পাওয়ার আনন্দ । শিক্ষাবোর্ড থেকে এবার জানিয়ে দেওয়া হয়েছে এবছর শীক্ষার্থীদের রেজাল্ট নিয়ে আসার জন্য বিদ্যালয়ে জেতে হবে না,ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল পেয়ে জাবেন শিক্ষার্থীরা।
মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল প্রকাশের অংশ হিসেবে শনিবার (৩০ মে) তা তুলে দেয়া হবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের হাতে।
এসএমএস ছাড়া আরো দুটি উপায়ে অর্থ্যাত মোট তিনটি উপায়ে শিক্ষার্থীরা যার যার ফলাফল জানতে পারবে।
প্রি-রেজিস্ট্রেশন, এসএমএস ও বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে।
যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে
নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name ( প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেয়া হবে।
এবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল নিজ নিজ ওয়েবসাইটে প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।তাই শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।
যারা প্রি-রেজিস্ট্রেশন করেছেন তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে। রোববার (৩১ মে) দুপুর ১২টা থেকে ওয়েবসাইট থেকেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পাওয়া যাবে। এ জন্য http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল জানা যাবে।
উল্লেখ থাকে যে এ বছর (এসএসসি) ও সমমান পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার পর ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির কারণে সেটা সম্ভব হয়নি।
0 Comments